সচেতনতার অভাবকে ধর্মের বা সম্প্রদায়ের মানদন্ডে মাপা যায় না। এর সঙ্গে শিক্ষার সম্পর্ক আছে। শিক্ষার প্রসার না ঘটাতে পারলে, এর থেকে মানুষের মুক্তি নেই। চোখ বন্ধ করে না থাকলে পরিষ্কার চোখে পড়ে, সব সম্প্রদায়ের মধ্যে এই পিছিয়ে পড়া মানুষ ভয়ঙ্কর পরিমাণে রয়েছে।
এক্ষেত্রে উভয় সম্প্রদায়ের শিক্ষিত ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে। নিজ নিজ সম্প্রদায়কে তুলে আনার চেষ্টা করতে হবে। তবেই আমরা এগোতে পারবো।
একটা সম্প্রদায় যদি আর একটা সম্প্রদায়কে অভিযোগের কাঠগড়ায় তোলে, তাহলে বৈরিতা বাড়ে, যা পরস্পরকে টেনে নীচে নামিয়ে আনে।
একটা পরিবারে পাঁচজন মানুষ থাকলে পাঁচরকম মত প্রকাশ পায়। সবাই লেখাপড়ায় একরকম মেধাসম্পন্নও হয় না। তাই বলে কি আমরা, পরস্পরের মধ্যে মারামারি বা দোষারোপ করি? করি না। কোনো শিক্ষিত পরিবার( মানুষ) তা করে না। পরস্পর পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তবেই সেই পরিবার উন্নততর পর্যায়ে পৌঁছোয়। এর বিপরীত করলে অধঃপতন অবশ্যম্ভাবী।
আমাদের দেশ ঠিক সেই রকম একটি বড় পরিবার। এখানে প্রত্যেক ধর্ম-সম্প্রদায় এক একজন ভাইয়ের মত। এভাবে না ধরে যদি পরস্পর মারামারি করি, ঝগড়াঝাটি করি তবে, একটি পরিবারের বেড়ে ওঠার ক্ষেত্রে যেমন অন্তরায় হয়ে ওঠে পারস্পরিক দ্বন্দ্ব, ঠিক তেমনই একটা দেশেরও বেড়ে ওঠা কঠিন হয়ে দাঁড়ায়। জগৎসভায় শ্রেষ্ঠ আসন করে নেওয়াও ভয়ঙ্কর কঠিন হয়ে ওঠে।
তাই পিছিয়ে থাকা মানুষকে হাত ধরে না তুললে সে এগোতে পারে না। সে না এগোলে আপনিও এগোতে পারবেন না। এই সত্য ভুলে নিজেকে শিক্ষিত দাবি করা মুর্খামি বলে আমার মনে হয়।
সুতরাং যারা ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে সচেতনতাকে মাপছেন, তারা ভুল করছেন। এটা যারা করছেন, হয় তারা অশিক্ষিত, না হয় তারা সাম্প্রদায়িক।
আর এর নিশ্চিত পরিণতি পিছিয়ে পড়া। কারণ, আমার প্রতিবেশী যদি অভাবী হয়, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। আমার প্রতিবেশী যদি অশিক্ষার কারণে রোগের জন্ম দেয়, আমি রোগমুক্ত থাকতে পারবো না। করোনা তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
এটা যারা দেখতে পারছেন না, তারা শুধু সাম্প্রদায়িক নয়, তারা চূড়ান্ত পর্যায়ের মূর্খ। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার ঝুলিতে যত ভারী এক বা একাধিক মার্কশিট থাকুক না কেন, তিনি লেখাপড়া জানা মস্ত মূর্খ।
যদিও রাজনীতিকরা চায়, এই মূর্খের সংখ্যাধিক্য থাকুক দেশে। কারণ, তাতে তাদের ভোটে জেতা (রাজনীতি করা) সুবিধাজনক হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন