রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও তার বিবর্তন
আলী হোসেন
যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম কী? মনে হয় অনেকেই ঘাবড়ে যাবেন। কেউ বলবেন, তাঁর বাবা যখন ব্রাহ্ম ছিলেন, তখন তিনি নিশ্চয়ই ব্রাহ্ম হবেন। যারা লেখাপড়া জানেন না, তারা বলবেন, কেন! উনি তো হিন্দু ছিলেন। আবার কেউ কেউ তথ্য সহযোগে এও বলার চেষ্টা করবেন যে, উনি নাস্তিক ছিলেন। না হলে কেউ বলতে পারেন, ধর্মমোহের চেয়ে নাস্তিকতা অনেক ভালো?¹রবীন্দ্রনাথের ধর্ম ভাবনার বিবর্তন
তাহলে সঠিক উত্তরটা কী? আসলে এর কোনোটাই সঠিক উত্তর নয়। চিন্তাশীল মানুষ-মাত্রই সারা জীবন ধরে ভাবতে থাকেন। ভাবতে ভাবতে তাঁর উপলব্ধি এগোতে থাকে ক্রমশঃ প্রগতির পথে। এই সময়কালে জগৎ ও জীবন থেকে তথ্য সংগ্রহ করে একে একে গড়ে তোলেন জীবনদর্শনের নিত্যনতুন পর্ব। তাই এ ধরনের চিন্তাশীল মানুষ আজীবন এক এবং অখণ্ড জীবনদর্শনের বার্তা বহন করেন না। সময়ের সাথে সাথে পাল্টে যায় তাঁর পথচলার গতিমুখ, গড়ে ওঠে উন্নততর জীবন দর্শন। মানুষ রবীন্দ্রনাথও তাই পাল্টে ফেলেছেন তাঁর জীবন ও ধর্মদর্শন; সময়ের এগিয়ে যাওয়াকে অনুসরণ করে।রবীন্দ্রনাথ ও হিন্দু জাতীয়তাবাদ
১৮৬১ সালের ৭ই মে সোমবার রাত্রি ২টা ৩৮ মিনিট ৩৭ সেকেন্ডে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম গ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর ঠিক ১২ বছর ৯ মাস ১৮ দিনের মাথায় তাঁর প্রথম স্বাক্ষর করা কবিতা ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রকাশিত হয় যা তিনি ‘হিন্দুমেলা’র দশম বার্ষিক অধিবেশনে আবৃত্তি করার জন্য লিখেছিলেন। অর্থাৎ হিন্দুমেলা’র মত হিন্দু জাতীয়তাবাদি সংগঠনের সঙ্গে তাঁর পরিচয় ঘটে বাল্যকালেই। তাই প্রথম জীবনে হিন্দু ধর্ম এবং এই ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয়তাবাদি সংগঠনের প্রভাব তাঁর ধর্মদর্শনের চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে। যদিও তাঁর এই চরিত্র সচেতন মনের অভিব্যক্তি ছিল না মোটেও। নিশ্চিতভাবেই তা ছিল আরোপিত। কিন্তু এই ঘটনা যে তাঁর কিশোর মনের উপর প্রভাব ফেলবে, তা নিশ্চিত করেই বলা যায়। বলা যার তার প্রভাবের সুদূর প্রসারী উপস্থিতির কথা। তাই তো আমরা দেখতে পাই, ‘ব্রাহ্মচর্যাশ্রম’-এ কায়স্ত শিক্ষক কুঞ্জলাল ঘোষকে ব্রাহ্মণ ছাত্ররা প্রণাম করবে কিনা -এ প্রশ্নে অখুশি হয়েও তিনি লিখছেন, “যাহা হিন্দু সমাজ বিরোধী তাহাকে এ বিদ্যালয়ে স্থান দেওয়া চলিবে না।” এটা ছিল তাঁর ধর্ম চেতনার প্রাথমিক পর্যায়।রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও ব্রাহ্ম সমাজ
আসলে ইউরোপীয় নবজাগরণ, দ্বারকানাথের কর্মযোগ, সৃষ্টিশীলতা, সতর্ক উদ্যম, আন্তর্জাতিক অভিজ্ঞান এবং দেবেন্দ্রনাথের নিরাসক্তি, ঐতিহ্যবোধ, পরিশীলিত সাংস্কৃতিক চেতনার শোণিত ধারায় রবীন্দ্রনাথের জন্ম।² তাই তাঁর চেতনার বিভিন্ন স্তরে আন্তর্জাতিক মানবতাবাদ, বিজ্ঞান মনস্কতা, সর্বভারতীয় ঐতিহ্য, সষ্টিশীল প্রজ্ঞা, আত্ম চেতনাশ্রয়ী ধর্মবোধ দৃঢ়বদ্ধ ছিল। এই পর্বে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ব্রাহ্মসমাজ আন্দোলন, তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পাঠশালা, তত্ত্ববোধিনী পত্রিকা দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। ব্রাহ্মসমাজের ধর্মীয় সংস্কারের পাশাপাশি তিনি প্রত্যক্ষ করেছেন হিন্দু পুনরুত্থানবাদের এক শক্তিশালী স্রোতকে। তাই এ সময়ের ধর্ম-ভাবনার গতিমুখে কিছুটা বিপরীত স্রোতের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে গভীর দৃশটিতে দেখলে বোঝা যায় তাঁর এই চিন্তার গতিমুখ ছিল প্রগতিমুখি। কেননা, এই পর্বে, একদিকে যখন তিনি কেশব সেনের মৃত্যুর পর, ব্রাহ্মসমাজের সচিব পদে বসে ব্রহ্ম মন্দির ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করে নিয়মিত উপাসনা করে করছেন, অন্যদিকে তিনিই আবার ধর্মকে সামাজিক ও রাষ্ট্রিক শোষনের অন্যতম অস্ত্র বলে অভিহিত করছেন।রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও নাস্তিকতা
আসলে প্রত্যেক মানুষের জীবনে চল্লিশা (চল্লিশ বছর পূর্ন হওয়া) খুবই তাৎপর্যপূর্ণ সময়। মহামানবদের জীবনে তো বটেই। বয়স চল্লিশ পেরোলেই চেতনার মান মোটামুটিভাবে পূর্ণতা পায়। এর পর ক্রমশ সর্বোচ্চ স্তরে পৌঁছাতে থাকে। মহামানব হজরত মহম্মদ নবুয়ত পেয়েছিলেন চল্লিশ বছর বয়স পার করেই। রবীন্দ্রনাথের জীবনেও এই সময় ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ১৯০৫ সালে পিতার মৃত্যুর পরই তাঁর ধর্মভাবনায় আসে আবারও পরিবর্তন; যা তাঁর ধর্মভাবনায় বিবর্তনের তৃতীয় পর্যায়। বিপ্লবোত্তর সমাতান্ত্রিক রাশিয়া ভ্রমণ রবীন্দ্রনাথের চেতনা প্রবাহে নতুন শক্তি সঞ্চার করে। রবীন্দ্রনাথের চিন্তা-চেতনার ক্রমবিকাশে রাশিয়া ভ্রমণ কী যুগান্তকারি পরিবর্তন সাধন করেছিল তা তাঁর রাশিয়ার চিঠির পরতে পরতে বিধৃত হয়েছে। এই পর্বেই তিনি লিখেছেন, যে-রাজা প্রজাকে দাস করে রাখতে চায়, সে-রাজার সর্বপ্রধান সহায় হয় সেই ধর্ম, যা মানুষকে অন্ধ করে রাখে। ধর্মমোহের চেয়ে তাই নাস্তিকতা অনেক ভালো। লক্ষ্যনীয়, রবীন্দ্রনাথ এখানে তথাকথিত বিশেষ বিশেষ ধর্মের ইঙ্গিত করেছেন ।সুতরাং বোঝাই যাচ্ছে, তিনি সাধারণ বা বিশেষ কোন অর্থেই নাস্তিক ছিলেন না। ছিলেন বিশেষ ধর্মে বিশ্বাসী। তিনি নিজেই লিখেছেন, অবশ্য ধর্মমত আমার আছে, কিন্তু কোন সম্প্রদায় আমার নেই। আর সেকারণেই তাকে ব্রাহ্মও বলা যাবে না। তিনি নিজেই বলেছেন, ‘আমি নিজেকে ব্রাহ্ম বলে গণ্যই করিনে’।
রবীন্দ্রনাথের ধর্মভাবনা ও মানবতা
তাহলে কী সেই বিশেষ ধর্ম? তিনি মনে করতেন, ধর্ম হচ্ছে সভ্যতা। মানুষের যা কিছু প্রয়োজনীয় গুণ, যে গুণ সভ্যতাকে নির্মান করে, তাকেই তিনি ধর্ম বলে অভিহিত করেছেন। মানুষের এই প্রয়োজনীয় গুণ হচ্ছে মনুষ্যত্ব। তাই ধর্ম তাঁর কাছে আচার-অনুষ্ঠান নয়, প্রচলিত অর্থে যাকে আমরা হিন্দু ধর্ম বলি, সে তাও নয়।³ তাঁর কাছে ধর্ম হচ্ছে সেটাই, যা -শ্রদ্ধা করিয়া জ্বালে বুদ্ধির আলো,তাই, হিন্দু নয়, ব্রাহ্ম নয়, নয় নাস্তিকও। শেষমেশ তিনি হয়ে ওঠেন একজন মানব ধর্মের অনন্ত পথ যাত্রি।
শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো।
------x-----
১. রাশিয়ার চিঠি।২. অনুনয় চট্টোপাধ্যায় – বর্ণ, ধর্ম ও সাম্প্রদায়িকতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ।
৩. কমলেশ সেন – রবীন্দ্রনাথের মানবধর্ম।
৪. পরিশেষ / ধর্মমোহ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন