বিজেপির বিভাজনের রাজনীতি ও ইতিহাস বিকৃতি
মুসলিমরা এদেশকে লুঠ করেছে, আরএসএস (RSS) খুব দৃঢ় ভাবে এদেশের হিন্দু সম্প্রদায়ের মনে একথা ঢুকিয়ে দেবার প্রাণপণ চেষ্টা করছে। তারা এটাও বলছে যে মুসলমান রাজারা হিন্দুদের ওপর অত্যাচার করেছে।
কিন্তু সত্যিই কি তাই? আসুন প্রথমে ভারতের ইতিহাসের পাতায় চোখ রাখি।
হ্যাঁ মোঘলরা এদেশের রাজাদের ওপর যেমন আক্রমণ করেছিলো, লুঠপাঠ চালিয়েছিলো, অত্যাচার করেছিলো তেমনি হিন্দু রাজরাও হিন্দু এবং মুসলিম রাজাদের বিরুদ্ধে একই কাজ করেছিলেন। কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে কবে করেছিলো? ধর্মীয় লড়াই তো ছিলো না সেগুলো, সেগুলো তো ছিলো, ক্ষমতা দখলের লড়াই।
যদি আরএসএস (RSS) এটাকে ধর্মের ভিত্তিতে লড়াই বলে, তাহলে সম্রাট অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন সেখানে দুই লাখ মানুষ মারা গিয়েছিলেন, তাঁরা কারা ছিলেন? তাঁরা তো সবাই হিন্দু ছিলেন, তাহলে কি সম্রাট অশোক হিন্দুবিরোধী! তা তো নয়।
আচ্ছা, প্রাচীনকালে ভারতীয় রাজারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে (যা পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ নামে পরিচিত হয়ে গিয়েছে) তাদের আধিপত্য কায়েম করেছিল। মনে পড়ে? এটাকে কী বলবেন? ভুলে যাবেন না এই দেশগুলির উল্লেখযোগ্য রাজাদের ( রাজা অনিরুদ্ধ, ত্রিভুবনাদিত্য, কৌন্ডিন্য, জয়াবর্ধন, যশোবর্মণ, ও শৈলেন্দ্র বংশের রাজাদের কীর্তি পড়ুন) চেষ্টায় ওখানকার আদিম ধর্ম ও সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
১৭৪০ সালে মারাঠারা বাংলায় এসে চার লাখ হিন্দু কে মেরেছিলো ও লুঠ করে চলে গিয়েছিলো, সেই মারাঠারা কি হিন্দু নয়, নাকি তারা হিন্দু বিরোধী? সেই লড়াই ছিলো ক্ষমতা ও লুঠের লড়াই, ধর্মের ভিত্তি তে তো নয়, তাহলে শুধু মোঘলদের টা ধর্মের ভিত্তিতে বলে তাজমহলকে অপমান করার মানে কি?
১৭৯১ সালে শ্রীরঙ্গপত্তনমে মারাঠারা একটি মন্দির লুঠ করেছিলো, ওই মন্দিরের তৎকালীন হেড পন্ডিত শ্রী শংকর আচার্য টিপু সুলতানকে চিঠি লেখেন, টিপুসুলতান তৎক্ষণাৎ তার সৈনবাহিনী পাঠিয়ে সেই মন্দিরকে আবার সাজিয়ে দেন, তাহলে কি আমরা মারাঠাদেরকে মুসলমান আর টিপুকে হিন্দু বলবো...???
টিপুকে যে আরএসএস (RSS) হিন্দুবিরোধী বলে প্রচারে সদা সচেষ্ট, সেই টিপুর সেনাপতির নাম ছিলো রঙ্গা, ধর্ম হিন্দু। টিপুর খাজাঞ্চির নাম ছিলো কৃষ্ণ রাও, ধর্ম হিন্দু। তাহলে কোথা থেকে এলো হিন্দু মুসলিম লড়াই? শিবাজীকে হিন্দু আইকন বানিয়ে রেখেছে আরএসএস (RSS)। শিবাজীর সেনাপতির নাম ছিলো ইব্রাহিম খান, পার্সোনাল বর্ডিগার্ডের নাম ছিলো সিদ্দিকি ইব্রাহিম। তাহলে কোথা থেকে এলো হিন্দু মুসলিম লড়াই?
১৭৭৬ এর বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ। রানাপ্রতাপের সাথে আকবরের। রানাপ্রতাপের সেনাপতি মীর হাকিম, আকবরের সেনাপতি মান সিংহ। কোথা থেকে এলো হিন্দু মুসলিম যুদ্ধ! সবটাই ছিলো রাজপাট দখলের লড়াই... আর মুসলিম শাসকরা শুধুই হিন্দু রাজাদের আক্রমন করেছে? তাহলে শেরশাহ, হুমায়ূনের লড়াইটা কী ছিলো?
এবার একটু বিশ্ব ইতিহাসের পাতা উল্টান। দুটো প্রশ্নের উত্তর খুজুন।
১) মুসলিম শাসকরা ভারতে স্থায়ীভাবে শাসন শুরু করেছে ১২০৬ সালে। কতুবউদ্দিন আইবকের সময় থেকে। ১৭৫৭ সালের আগে পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মুসলিমরাই নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন। এই সাড়ে পাঁচ শত বছর যদি মুসলিম শাকরা মধ্যপ্রাচ্যে যে নীতি নিয়েছিলেন কিংবা ইউরোপীয়রা উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ অস্ট্রেলিয়া মহাদেশে যে নীতি নিয়েছিল সেই নীতি নিতেন তবে ভারতে আজ একজনও হিন্দু ধর্মের মানুষ পাওয়া যেত?
২) ১৭৫৭ সালের পর থেকে ভারতে মুসলিম শাসকরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার লড়াই না চালিয়ে যেত তবে এবং ব্রিটিশ সরকারের অভিবাসন নীতিকে না আটকাতেন শক্ত প্রতিপক্ষ হিসাবে, তবে ভারতকে উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ অস্ট্রেলিয়ার মত স্থানীয় আদিবাসীশূন্য হওয়া থেকে বাঁচাতে পারতেন?
আমাদের জেনে রাখা উচিৎ হিন্দু-মুসলমানদের মধ্যে বিভাজনের নীতির প্রয়োগ করে ওই তিনটি মহাদেশের মত অভিবাসন নীতি এখানেও নিতে চেয়েছিলেন ইংরেজরা। (বেশিরভাগ হিন্দু বুদ্ধিজীবী এটাকে সমর্থনও করেছিলেন। তাদের যুক্তি ছিল ইংরেজদের এখানে জমি কিনে বসবাসের অধিকার দিলে পাশাপাশি বসবাসের সূত্রে আমরা আরও তাড়াতাড়ি আধুনিক ও সভ্য হয়ে উঠবো।) এটা সম্ভব হলে ওখানকার (দক্ষিণ ও উত্তর আমেরিকা) ইনকা ও মায়া সভ্যতার মত ভারতীয় সভ্যতাও ( RSS কথিত 'হিন্দু সভ্যতা') পৃথিবী থেকে বিদায় নিত।
আসলে গণতন্ত্রের ধারণা কার্যকরী হয় আধুনিক যুগে। আগের যুগ ছিল রাজতন্ত্রের যুগ। তাই তখনকার রাজনৈতিক লড়াই আসলে রাজায় রাজায় যুদ্ধ। রক্তপাত আর লুটতরাজ ( সন্ত্রাসবাদ ) ছিল যুদ্ধ জয়ের অবশ্যম্ভাবী শর্ত। জনগণ সেখানে কেবলই কর প্রদানকারী প্রজামাত্র। আজকের যুগে এই ধারণা অচল। এই ধারণা কেউ চালালে তিনি আধুনিক যুগের তো নয়ই, এমনকি প্রাচীন বা মধ্যযুগেরও নয়, তিনি আদিম যুগের অসভ্য জাতির প্রতিনিধিত্ব করছেন। গণতন্ত্রের কথা, আধুনিকতার কথা, সন্ত্রাসবাদের বিরোধিতার কথা তার মুখে মানাবে না। এখন আপনিই ভাবুন, আপনি কোন যুগের মানুষ? কাদের প্রতিনিধিত্ব করছেন? কিংবা কাদের প্রতিনিধিত্বে আনবেন।
©️ আলী হোসেন।
উৎস : ফেইসবুক। দেখুন এখানে ক্লিক করে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন