আপনি কি 'বিপ্লব' কথাটা 'সশস্ত্র বিপ্লব' অর্থে ধরলেন? ওটা 'দ্রত ও আমূল পরিবর্তন' অর্থে ব্যবহার হয়ে থাকে। এভাবে সমাজ পরিবর্তন আজ আর সম্ভব নয়। তাই সে আলোচনা প্রাসঙ্গিক নয়।
তাই, আমি সে অর্থে কথাটা বলিনি। আমি বলেছি আপনার মন্তব্যের প্রেক্ষিতে। আপনি বলেছেন, Biplab to gostigoto bapar, manush kromosho eka hochhe. Nijer jogodol chintr kachhe nijer mukti holei onyek. আমার মতামত ঠিক এই প্রসঙ্গে। কিন্তু 'নিজের জগোদ্দ্বল চিন্তার কাছে নিজের মুক্তি হলেই' সমাজের মানুষের মুক্তি আসবে না। আপনার চারপাশের মানুষের চিন্তার মুক্তি যদি না ঘটে, আপনার মুক্ত চিন্তা নিস্ফলা হয়ে থেকে যাবে। মুক্তির সাধ আপনি পাবেন না। এই সাধ পেতে গেলে সমবেত চেষ্টা করতে হবে, সবার মধ্যে মুক্তচিন্তার সুযোগ নিশ্চিত করার জন্য।
এই মুক্ত চিন্তার চেষ্টা সফল হলেই সমাজ, রাষ্ট্র, ধর্ম ইদ্যাদি সব ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এটাও একধরণের বিপ্লব। একেই আমি 'চেতনার বিপ্লব' বলে উল্লেখ করেছি। এ বিপ্লব একদিনে হয় না, একাএকা হয় না, 'দ্রুত' হয় না। এক্ষেত্রে ঘর Renovate করার প্রসঙ্গ বোধ হয় প্রাসঙ্গিক নয়।
তবে 'চেতনার মেরামতি' করাটা জরুরী - আপনার এমতের সঙ্গে আমি একমত। আমার আগের মতামতের মধ্যে এর বিরোধীতার কোন সুযোগ রেখেছি বলে আমার মনে হচ্ছে না।
ভালো থাকবেন, আবার কোন প্রসঙ্গে আলোচনায় বসা যাবে, খোলা মনে, মুক্ত মনে। যদি আপনার অনিচ্ছা না থাকে। শুভরাত্রি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন