বাঙালির দূর্ভাগ্য না আত্মহত্যা!!
____ Sujan Bhattacharyya
সজনবাবু ঠিকই বলেছেন। বাঙালির সবচেয়ে বড় দুর্ভাগ্য এই ইতিহাস তারা জানেনা, জানার চেষ্টাও করেনা।
বাঙালির নিজের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত তাই সেদিন (স্বাধীনতার সময়) সফল হয়েছিল। আজ নতুন করে আবার ষড়যন্ত্র করছে বাঙালিকে বাস্তুচ্যুত করার। বাঙালি আবার যদি একই ভুল করে তার খেসারত বাঙালিকেই দিতে হবে।
অখন্ড বাংলা থাকলে ভারতের ভাগ্য বাঙালির হাতে চলে যেত। সেটা রোধ করার জন্যই তখন হিন্দুত্বের তাস খেলেছিল গোবলয়ের নেতারা। আর সেই চক্রান্তের জালে মাথা গলিয়েছিল আজকের বাঙালির 'বুদ্ধিমান' পূর্বপুরুষ। যার খেসারত বাঙালিকে দিয়ে যেতে হচ্ছে।
কংগ্রেস-বাম-তৃণমূল তিন সরকারের সময়ের অভিজ্ঞতা বলছে বাংলা তথা বাঙালির সাথে গোবলয়ের নেতারা বিমাতৃসুলভ আচরণ করে চলেছেন।
কিন্তু এই বঞ্চনা কখনই করতে পারতো না যদি বাংলা সাম্প্রদায়িকতার বিষে জর্জরিত না হত এবং বাংলা ভাগ না হত।
যে বাঙালি একদিন সারা ভারতকে পথ দেখাতো (মেকলের কথা স্মরণ করুন), দেশের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বেশি আত্ম বলিদান করলো, স্বাধীনতার সময় তারাই সবচেয়ে বঞ্চিত হল। দুভাগে ভাগ হয়ে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল ( যে চেষ্টা প্রথম কার্জন করতে গিয়ে ব্যর্থ হয়েছিল)। আর যারা ইংরেজদের তাবেদারী করলো, শেষ বেলায় তারাই খেলো স্বাধীনতার ক্ষীর। হায় বাঙালি আর কতদিন এই নির্বুদ্ধিরার ভার বহন করবে তুমি। আর কতভাগে ভাগ হবে, নিজের সংস্কৃতিকে ভুলে ধর্মের মোহে আত্মহত্যার পিল গলায় নেবে!
সূত্র : ফেসবুক, ফেসবুক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন