বিজেপি ও আরএসএসের রাষ্ট্রচিন্তার অসারতা The futility of BJP and RSS nationalism যে ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের মুক্তির জন্য, সেই ধর্মই যখন মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে,তখন বুঝতে হবে সে-ধর্ম ধর্মব্যবসয়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে। ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বড় অস্ত্র হল ধর্মপ্রাণ মানুষদের ধর্মগুরু বা ধর্মীয় নেতাদের প্রতি অন্ধবিশ্বাস, যা আসলে একধরণের অন্ধত্ব। আধুনিক শিক্ষার আলোয় যারা আসতে পারেনি, তারাই এই অন্ধত্বের শিকার। ধর্মব্যবসায়ীরা মানুষের এই অন্ধত্বকে খুব সহজে কাজে লাগাতে পারে। কারণ, ধর্মপ্রাণ মানুষ অলৌকিক শক্তির উপর ভরসা ও বিশ্বাস করে। সঙ্গে এও বিশ্বাস করে যে, ধর্মগুরুদের অনুসারী হয়ে চললে এবং ধর্মের অনুষ্ঠানিকতা, আচার-বিচার অনুসরণের সাথে সাথে ধর্মীয় নেতা ও সংগঠনে দান-ধ্যান করলেই ইহলৌকিক ও পরলৌকিক জীবনে সাফল্য অর্জন সহজ হয়ে যাবে। এদের এই বিশ্বাসকে কাজে লাগিয়েই ধর্মব্যবসায়ীরা নিজেদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে। উল্লেখ্য যে, প্রত্যেক বড় বড় ধর্মই কিন্তু সূচনালগ্নে ধর্মচর্চার বিধান হিসেবে এবং জীবনে সাফল্য লাভের চাবিকাঠি হিসাবে সৎকর্ম ও মানবিক মূল্...