সোনার গুজরাটের আসল তথ্য জানুন। তারপর সোনার বাংলা গড়তে বলবেন। গুজরাত: মিথ ও মিথ্যা—যা মিডিয়া ছাপছে না মোগল আমল থেকেই গুজরাত ছিল দেশের প্রথম সারিতে আর আজ মোদির আমলে গুজরাত পিছিয়ে পড়ছে ১। গুজরাতে প্রতি ১০০ জনের মধ্যে ৪০ জন দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রসঙ্গত, গুজরাতে দিনে ১০টাকা ৮০ পয়সা রোজগার করলে তাকে গরিব বলে মানে না মোদি সরকার। সারা দেশে এই মাপকাঠি গ্রামে ২৮ টাকা, শহরে ৩২ টাকা। গুজরাটে ২০০১ খ্রিস্টাব্দে ৩২% ছিল দারিদ্র সীমার নিচে। এখন ৩৯.৫ %। (সূত্রঃ এন এস এস ও রিপোর্ট অন পভার্টি ২০১২-১৩) ২। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে গুজরাত দেশের মধ্যে ৫ নম্বর। (সূত্রঃ অর্থ ও পরিসংখ্যান বিভাগ, গুজরাত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিবেদন) ৩। ‘বিকাশ পুরুষে’র গুজরাতে সারের ওপর ৫% ভ্যাট। দেশের মধ্যে সর্বোচ্চ। (কৃষি মন্ত্রক, গুজরাত সরকার) ৪। ৪,,৫৫, ৮৮৫ জন চাষী কৃষিকাজে বিদ্যুতের জন্য ১০ বছর ধরে আবেদন করে বসে আছেন।(কৃষি মন্ত্রক, গুজরাত, মার্চ ২০১১) ৫। দেশে সবচেয়ে মাথা পিছু ঋণ বেশি গুজরাতে। ১৯৯৫ এ বিজেপি ক্ষমতায় আসার সময় ঋণের পরিমাণ ছিল ১০০০০ কোটি টাক...