সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কমলা কাস্তের বামপন্থা

যেসব কমলা কাস্তের ভামপন্থীরা বামপন্থী সেজে আছেন, আসলে তারা বামপন্থাকে কলঙ্গিত করছেন। এদের কাজই হচ্ছে বামপন্থী সেজে বামপন্থার ক্ষতিকরা।সোভিয়েত ইউনিয়ন থেকে বামপন্থাকে মুছে দিতে এই কৌশলই গ্রহণ করেছিল গরবাচেভরা। মদত দিয়েছিল আমেরিকা। যে সমস্ত বামপন্থি (ভামপন্থী) বিজেপির বিরুদ্ধে কথা বললেই মমতাকে একই দোষে দোষী না দেখাতে পারলে পেটের ভাত হজম হয় না, মনে রাখুন, প্রকৃত বামপন্থীরা আপনাদের চিনতে পারে। নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন তো এই ধরণের কথা যারা প্রকাশ্যে প্রচার করে তাদের সঙ্গে কোথায় কোথায় মিল। যদি মিল পান তবে জনগণও কাস্তের রঙ কমলা আর বামকে রাম বলেই ভুল করবে। আর তার খেসারত আপনাদেরই দিতে হবে। প্রকৃত বামপন্থীরা মমতাকে নিশ্চয়ই সমালোচনা করবেন। যেটা সত্যই সমালোচনার যোগ্য সেটাকেই সমালোচনা করবেন। কিন্তু মাথায় রাখতে হবে, অসত্যকে সত্য বলে চালালে জনবিচ্ছিন্ন হতে হবে। আর অসত্য বলাই যাদের মূলমন্ত্র তাদেরকে ইন্ধন যোগান হয়। লাভবান হবে অসত্যবাদী ফ্যাসিবাদী শক্তি। এটা ঐতিহাসিক ভাবেই সত্য যে, বামপন্থীরা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ও আর্থিক বৈষম্যের বিরোধী। এই লক্ষ্যের বিপক্ষে যারা তারাই বামপন্থীদের সমা...