আপনার সঙ্গে আমি 99%সহ মত। একটা কথা এখানে মাথায় রাখা দরকার সংখ্যালঘু ভোট দুয়ের অধিক খাতে ভাগ হলেই বিজেপির সাফল্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আপনি হয়তো বলবেন সংখ্যাগুরু ভোটও তো ভাগ হবে। এই ভাগ হওয়া মানে মানুষ দল বদল করবে। আগে সিপিএম ছিল বা টিএমসি ছিল এখন তাদের একটা অংশ বিজেপিতে গেছে বা যাবে। এতে সংখ্যাগুরু ভোটারদের তেমন কোনও 'বিশেষ ক্ষতি' হবে না। কারণ, তারা সংখ্যা গরিষ্ঠ। প্রশাসনে এই গরিষ্ঠতার সুবিধা তারা এখন যেমন পাচ্ছেন, তখনও তেমনই পাবেন। কিন্তু বিজেপি আসলে এই 'বিশেষ ক্ষতিটা' মুসলিম সম্প্রদায়ের জন্য অনিবার্য। এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাই হিন্দু অহিন্দু উভয়েরই বিজেপি বিরোধিতায় নৈতিক দায়িত্ব থাকলেও তা পালন না করলে 'বিশেষ ক্ষতি'র বিশেষ কিছুই হবেনা সংখ্যাগুরু সম্প্রদায়ের জন্য। এক্ষত্রে একটা কথা উল্লেখ খুব জরুরি। আর তা হল সাধারণ ক্ষতির বিষয়টি। এই সাধারণ বা সামগ্রিক ক্ষতির পরিমাণটা উভয় সম্প্রদায়কে সমানভাবে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ সমগ্র দেশের জন্য ক্ষতির পরিমাণটা ভয়ংকর ভাবে বেড়ে যাবে একথা বলাই বাহুল্য। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সংখ্যালঘুদের দায়টা একটু নয়, ব...