ধনী ও দরিদ্রের মধ্যে প্রতিযোগিতা হল অসম প্রতিযোগিতা Joyanta Roy Chowdhury তোমার কথা আমি বুঝেছি। তোমার কথাগুলো সত্যি। কিন্তু তা ত্রুটিমুক্ত নয়। তোমার দেখাটা অনেকটাই ওপরে ওপরে দেখা হয়েছে। ১) দুধ আর দুগ্ধজাত দ্রব্যের দাম কি এক হয়? মদ নেশার জিনিস। স্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষার জিনিস। এই দুটো জিনিসের উপরেই জিএসটি অর্থাৎ সরকারের ট্যাক্স কেন একরকম হবে? করোনার আগে না পরে এটা কোন বিষয় নয়। এটা তোমাকে আগে বুঝতে হবে। বাই ডিফল্ট কে করেছে? সরকার করেছে। আমার প্রশ্ন কেন করেছে? দুগ্ধজাত দ্রব্যে যত ট্যাক্স বসানো যায়, দুধে তা বসানো যায় না। কেন যায় না, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই আমার বক্তব্যটাও তুমি বুঝতে পারবে। সমাজে যদি সম্পদের সুষম বন্টন হয়, তাহলে সমাজে ধনী-দরিদ্র্যের সৃষ্টি হয় না। অর্থনীতির এই সূত্র যারা না বুঝবে তারা আমার কথার মানে বুঝতে পারবে না। ভারতের যা সম্পদ আছে, আমি প্রাকৃতিক সম্পদের কথা বলছি, তার যদি সুষম বন্টন হয় তাহলে এই ভয়ঙ্কর দারিদ্রতা আসতে পারে না। এই দারিদ্রতা না থাকলে সোনা কিনতে কারোরই নাভিশ্বাস হওয়ার কথা নয়। সম্ভবত 1995 সালে বর্তমান পত্রিকার এক ...